Bhargabi Patrika Bishnupur Group Tour
ভার্গবী পত্রিকা
শ্যাম সুন্দর দত্ত
ভার্গবী পরিবারের আমরা সবাই গেছিলাম বিষ্ণুপুর বেড়াতে,
সবাই মিলে ভেসেছিলাম অনাবিল এক আনন্দের জগতে।
ভেবেছিলাম পারব না যেতে বাঁকুড়া বিষ্ণুপুর বেড়াতে?
মা’ ভার্গবীর মানস কন্যা বলে,ভয় কি?আমরা আছি আপনার সাথে।
ভোরের আলো না ফুটতেই কোয়েল পাখি ডাকলো আমায়,
গাড়ি চলতেই সবাই উঠলো মেতে গান আর নাচের খেলায়।
পায়েল, জয়শ্রী,মধু আর পৌলমী একই সুরে গান গায়।
কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া… গানটা কোথায়?
কার্তিক পিছন থেকে এসে বলে, কিশোরের গান চাই,
শুভময় আর রাজকুমার বলে,বাংলা গানটাই চলতে দাও ভাই।
অনিকেতও থাকতে না পেরে গাঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়,
নাচের তালে তালে সবার সাথে সুর মিলিয়ে গান গায়।
সুচয়ন আর অর্নব চুপচাপ পাশে বসে শুনছে তাই,
স্বপ্না আর বেলাদি গেল কোথায়?কোন সাড়া শব্দ নাই।
গোপাদিও বসে নাই,সবার সঙ্গে গলা মেলায়।
আমরা সবাই মিলে মেতেছি, অফুরন্ত আনন্দের খেলায়।
মাঝপথে তরুণ গাড়ি থামায়,চা খেয়ে গাড়িতে উঠলো সবাই,
জয়পুরের ঘন জঙ্গল পেরিয়ে চলেছি বিষ্ণুপুরের ঠিকানায়।
সকাল দশটায় বিষ্ণুপুরের ঐতিহাসিক রাস মঞ্চে পৌঁছায়,
পোড়ামাটির মন্দিরগুলো দেখে মনটা উদাস হয়ে যায়।
মধ্যযুগের সেই টেরাকোটা মন্দির গুলো অলংকরণে শোভিত,
আজও আমাদের সামনে মাথা উঁচু করে আছে দাঁড়িয়ে অক্ষত।
ফেরার পথে একে অপরের সঙ্গে চলে আন্তাকসারির গানের লড়াই।
রাত সাড়ে দশটায় যে যার বাড়ির দিকে চলে যায়।
বাড়ি ফেরার আগে সবাই তরুনকে ধন্যবাদ জানাই,
আমরা সবাই রইলাম আশায়,পরবর্তী ট্যুরের অপেক্ষায়।
সমাপ্ত।
শ্যাম সুন্দর দত্ত। Golpo Somogro.
Excellent and memorable tour, with good service by travel pilot. Thanks to then
Excellent and memorable tour, with good service by travel pilot. Thanks to them