Durga Pujo Special Tour Shimla Kulu Manali

Departure 30th September  , হাওড়া স্টেশন থেকে রাত্রি 9:55 ট্রেনে পাড়ি দেব হিমাচল প্রদেশের উদ্দেশ্যে ….

কোলকাতা থেকে কোলকাতা
🚉 যাওয়া – 30/9/2022 , Friday
🚉 আসা – 09/10/2022 , Sunday
🏩শিমলা – 2 রাত্রি ।
🏤মানালি – 3 রাত্রি ।
💁‍♂️ ভ্রমণ পরিকল্পনা :
🚉 30/09/2022, Friday-
হাওড়া থেকে রাত্রির ট্রেনে চণ্ডীগড় / কালকা উদ্দেশ্যে রহনা।
🚉 1/10/2022 , Saturday –
সারা দিন এবং প্রায় সারা রাত্রি ট্রেনেই কাটবে…….
🚐 2/10/2022 , Sunday –
খুব ভোরে আমরা পৌঁছে যাব চণ্ডীগড় ……
💁‍♀️ শুরু হল আমাদের স্বপনের ভ্রমণ …… Tempo travelar করে আমরা রহনা দেব Hill Queen শিমলা-র উদ্দেশ্যে , সকাল 9 টার আসে পাশে আমরা পৌঁছে যাব শিমলা এবং Hotel checking ।
Afternoon🚶🏻‍♂️🚶🏻‍♀️বেড়িয়ে পড়ব…শ্রী হনুমানের জাকু মন্দির …..শিমলা কালীবাড়ি…..দা রিজ sunset point ….. Christ Church ….. অবশেষে সন্ধ্যায় অপূর্ব মাল রোডে কিছুটা সময় কাটিয়ে হোটেলে ফেরা । রাত্রিবাস শিমলা ।
🚐 3/10/2022 , Monday –
আজ সকালে Breakfast সেরে বেড়িয়ে পড়ব কুফরী ও ফাগু-র …. উদ্দেশ্যে ….. কুফরি ও ফাগু …. যেখানে বিভিন্ন রকম Personal Activity-র আনন্দ নিয়ে ফিরে আসব শিমলা হোটেলে । রাত্রিবাস শিমলা ।
🚐 4/10/2022 , Tuesday –
আজ সকালে ব্যাস্ততম শৈল সহর শিমলা কে Good Bye জানিয়ে রহনা দেব স্বপনের মানালি-র উদ্দেশ্যে, পথের অপূর্ব সৌন্দর্য আর সাথে পাব ..পাণ্ড Dam .. হানোগী মাতার মন্দির… অবশেষে কুলু পৌঁছে বিভিন্ন Personal Activity-র আনন্দ নিয়ে প্রায় বেলা শেষে পৌঁছাব মানালি , রাত্রিবাস মানালি ।
🚐 5/10/2022 , Wednesday –
আজ আমরা মানালি local sightseeing ঘুরে দেখব ….. প্রথমে… বশিষ্ট মন্দির দর্শন তারপর একটি ছোট্ট Trek 👩‍🦯👨‍🦯 করে দেখে নেব অপূর্ব সুন্দর “জগিনী Waterfalls ” তারপর একে একে
হিড়িম্বা দেবী Temple , মানু Temple , এবং বেলা শেষে মানালি মাল রোডে বেশ কিছুটা সময় কাটিয়ে…সাথে কেনাকাটি ত আছেই ….ফিরে আসব হোটেলে । রাত্রিবাস মানালি ।
🚐 6/10/2022 , Thursday –
আজকের গন্তব্য পুরটাই রোমাঞ্চকর….প্রথমে কোঠি… গুলাবা হয়ে পৌঁছাব… সেই অপূর্ব সুন্দর …রোটাং পাসে ….. তারাপর মন ভরে বরফের সাথে খেলা … বেশ কিছুটা সময় কাটিয়ে …অনন্য সুন্দর লাহুল জেলা কে স্পর্শ করে সেই রোমাঞ্চকর সৃষ্টি …. অটল টানেলর … মধ্য দিয়ে পৌঁছাব সোলাং Valley তে থাকবে কিছু Personal Activity 🪂🪂Paragliding , 🏂⛷️Snow skating …etc , এরপর বেলা শেষে হোটেলে ফিরে আসা । একটু মন খারাপ হলেও আমাদের Luggage… baggage গুলি এবার ভালো করে গুছিয়ে নিতে হবে । তারাপর Dinner সেরে একটি প্রশান্তির ঘুম । রাত্রিবাস মানালি ।
🚐 7/10/2022 , Friday –
আজ অপূর্ব সুন্দর মানালিকে Good Bye এবং সেই সাথে আবার ও ফিরব সেই অঙ্গীকার নিয়ে চণ্ডীগড় Rail Station উদ্দেশ্যে রহনা ।
অবশেষ চণ্ডীগড় 🚉 Rail Station থেকে মধ্য রাত্রির ট্রেন ধরে কোলকাতার উদ্দেশ্যে রহনা ।
🚉 8/10/2022 , Saturday –
আজ সারাদিন ও সারা রাত্রি ট্রেনেই কাটবে।
🏡 9/10/2022 , Sunday –
আজ সকালে হাওড়া Rail Station-এ ফিরে আসা । তারাপর নিজ ঘরের উদ্দেশ্যে রহনা । আবারও নতুন করে নিজ কর্ম জগতে ডুব দেওয়া ।।
🎯 Package cost :
👫🏻 13500/Person for Double Sharing
👨‍👩‍👧 13200/person for Triple Sharing
🔔 PACKAGE INCLUDES :
Deluxe accommodation , meal plan  ( 6 Breakfast, 6 Lunch & 6 Dinner ) , All sightseeing ( Atal Tunnel & Rohtang Pass…. will be extra charge )
🔕PACKAGE EXCLUDES :
Train ticket & Train food , Mineral water , Any entry fees , Personal activity , Room heaters & medical issues .
💁‍♂️ More details please Call or WhatsApps
📱 9831693179 .
📧 travelpilotin@gmail.com
Book your plan – https://bit.ly/3JLxH33
Thanking You

Add a Comment

Your email address will not be published.