What are the RAC GNWL PQWL RLWL & TQWL Railways?

What are the RAC GNWL PQWL RLWL & TQWL Railways?

প্রয়োজনে হোক অথবা ভ্রমণের ক্ষেত্রে ভারতের মতো দেশের অধিকাংশ মানুষ রেল পরিষেবার ওপর নির্ভরশীল। দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন এই পরিষেবার ওপর নির্ভরশীল হওয়ার কারণে টিকিটের ক্ষেত্রে নানান সমস্যা লক্ষ্য করা যায়। তবে বহু ক্ষেত্রেই ভ্রমণের অল্পসময়ের মধ্যে টিকিট বুকিং করার কারণে টিকিট কনফার্ম হয় না। সেক্ষেত্রে বুকিং করা টিকিটের PNR স্ট্যাটাস দেখার সময় RAC, CNF, WL, MOD, RLWL ইত্যাদি একাধিক শব্দ বন্ধনী লক্ষ্য করা যায়। অনেকেই এই সকল শব্দ বন্ধনীর অর্থ জানেন না, আবার অনেকেই এই ধরনের শব্দ বন্ধনী নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন। যে কারণে এই সকল শব্দ বন্ধনীর অর্থ জেনে রাখা অত্যন্ত প্রয়োজন।

CAN/MOD : যদি আপনার টিকিটের স্ট্যাটাসে CAN লেখা থাকে তাহলে জানতে হবে আপনার টিকিট বাতিল হয়েছে।

MOD : তখনই দেখানো হয় যখন PNR ঠিক হয়ে যাওয়ার পর কোন পরিবর্তন করা হয়। এমনটা দেখানো হয় যাত্রীর নাম, যাত্রার দিন অথবা অন্য কোনো পরিবর্তন করা হলে।

CNF : যদি কোন যাত্রীর টিকিটের PNR স্ট্যাটাস CNF দেখায় তাহলে আইআরসিটিসি নিয়ম অনুযায়ী তার টিকিট কনফার্ম হয়েছে। এর পাশাপাশি এই কনফার্ম টিকিটে আইআরসিটিসি আপনার সিট নম্বর দেখিয়ে দেবে।
RAC : এর অর্থ হলো, আপনি ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। তবে এক্ষেত্রে দু’জন যাত্রীকে একটি সিট ভাগ করে যেতে হবে।
WL/GWL : ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য এই কোড ব্যবহার করা হয়ে থাকে। তবে ওয়েটিং লিস্টের ক্ষেত্রে এই কোড সবার প্রথম। সেক্ষেত্রে এই লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন WL3/GWL3 ইত্যাদি থাকলে পরপর যাত্রীদের টিকিট কনফার্ম হবে। অর্থাৎ আগের ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা টিকিট ক্যানসেল করলে তখন এই সকল ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্ম হয়।
RLWL : যে স্টেশন থেকে ট্রেন যাত্রা করছে সেই স্টেশন থেকে যাত্রী না উঠে অন্য কোন স্টেশন থেকে যাত্রী উঠলে তাদের ক্ষেত্রে এই ধরনের ওয়েটিং লিস্ট দেখা যায়। এই ওয়েটিং লিস্টের যাত্রীদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
PQWL : যাত্রা শুরুর স্টেশন অথবা তার মাঝে কোন স্টেশন থেকে টিকিট বুক করা হয় এবং গন্তব্য স্টেশনে পৌঁছানোর আগেই কোন স্টেশন পর্যন্ত টিকিট কাটা থাকলে তাদের ক্ষেত্রে এই ধরনের কোড দেখানো হয়। এই কোড দেখানো মানে অবশ্যই সেটি ওয়েটিং লিস্ট।
TQWL : তৎকাল টিকিট কাটার পর যদি সব সিট পূর্ণ হয়ে যায় তাহলে এই ধরনের ওয়েটিং লিস্ট কোড লক্ষ্য করা যায়। এতে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা খুব কম।
RSWL : যে স্টেশন থেকে ট্রেন ছাড়ে তার কাছাকাছি কোন স্টেশনের টিকিটের ক্ষেত্রে এই ধরনের ওয়েটিং লিস্ট দেখা যায়। এতে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা খুব কম।
RQWL : একটি ট্রেনের যাত্রা পথে একটি মধ্যবর্তী স্টেশন থেকে অন্য একটি মধ্যবর্তী স্টেশনের ক্ষেত্রে টিকিট বুকিং করার পর ওয়েটিং লিস্ট দেখালে এই ধরনের কোড দেখায়।
DPWL : ভারতীয় রেলওয়ে কর্মরত কর্মীদের জন্য এই কোড।
REGRET/WL : এর অর্থ হলো আর কোনো টিকিট বুকিং করা যাবে না।
WEBCAN : অনলাইনে টিকিট ক্যানসেল করা হয়েছে অথচ টাকা সংগ্রহ করা হয়নি তখন এই কোড লক্ষ্য করা যায়।
WEBCANRF : অনলাইনে টিকিট বুকিং করার পর টাকা সংগ্রহ করা হলে এই কোড দেখা যাবে।

Add a Comment

Your email address will not be published.